লুৎফর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় মোট ৭১ টি দুর্গাপুজা মন্ডবে আসন্ন সারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োনে পরিষদ মিলানয়তনে ২ অক্টোবর ২০২৪ তারিখে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতিমুলক সভায় অতিথিদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির উপজেলা আহবায়ক বিশিষ্ঠ সিনিয়র রাজনীতিবিদ মোশারফ হোসেন বলেন ধর্ম যার যার দেশটা সবার তিনি শান্তি শৃংখলা ও সুষ্ঠ পরিবেশে সারদীয় দুর্গাপুজা উদযাপনে জাতি ধর্ম সকলের সহযোগিতায় কামনা করে পুজা সর্ম্পুন করার আহবান জানান।
অতিথিের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির সম্পাদক আফজাল হোসেন,জামায়েত ইসলামীর উপজেলা আমীর প্রভাষক হাছেন আলী,সহকারী কমিশনার ভুমি দুলাল হোসেন,ওসি মাহামুদুন্নবী,স্বাগত বক্তব্য রাখেন পুজা উদযাপন উপজেলা কমিটির সম্পাদক গজেন্দ্র নাথ রায় বর্ম্মন অন্যান্যদের মধ্যে অশ্বিনী কুমার বর্ম্মন, আনসার ভিডি পি কর্মকর্তা ধনচরন নাথ, বি জি,বির কোম্পানি কমান্ডার লিয়াকত হোসেন,ইউ পি চেয়ারম্যন ফকির পাড়া, ইসলামি ফাউন্ডেসনের সুপার ভাইজার আমজাদ হোসেন তার বক্তব্যে ৫ ওয়াক্ত নামাজ কে সম্মান জানিয়ে আযান ও নামাজের সময় মন্ডবে বাধ্য যন্ত্র বাজনা বন্ধ রেখে অন্যান্য সময়ে যথারীতি পুজার কার্যক্রম অব্যাহত থাকবে।