ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
গতকাল মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভারাডোবা বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এ সময় বেশ কয়েকজন হিজড়া একই বাসে উঠতে চাইলে চালকের সহকারী হিজড়াদের বাসে উঠতে বাধা দিলে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় তাদের ধাক্কায় ওই বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে সড়কের ওপর ছিটকে পড়ে গেলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল হিজরা বাসে ওঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করলে ওই বৃদ্ধ লোকটি সড়কে পড়ে যায়। এ সময় বাস ছেড়ে দিলে পিছনের চাকায় চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের নাম- ঠিকানা এখনও জানা যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে পিবিআই পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।