মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক: একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম। ৯০ টাকার পেঁযাজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
রবিবার (৭ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গতকাল শনিবার যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৯০ টাকা কেজি দরে। একদিন পর রোববার তা বিক্রি হচ্ছে খুচরা বাজারে ১১০ টাকা কেজি দরে। পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বাজারে পেঁয়াজ আমদানি কম, যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন, ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ায় হতাশ সাধারণ ক্রেতারা।
ভারতীয় পেঁয়াজের আমদানি কম এবং দামও বেশি, এছাড়া, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। যার কারণে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
হিলি বাজারে সবজি কিনতে আসা আমিনুল বলেন, এখন সব মগের মুল্লুক। ৯০ টাকার পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ১১০ টাকা হয়ে গেছে। রাতারাতি এতো দাম বাড়লে আমরা গরীব মানুষ কিভাবে বাঁচবো।
খুচরা ব্যবসায়ী সাকিল বলেন, গতকাল শনিবার পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি করেছি। আজ তা ১১০ টাকা কেজি বিক্রি করছি। বাজারে আমদানি কম এবং চাহিদা বেশি, যার কারণে পেঁয়াজর দাম বৃদ্ধি পেয়েছে।
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি খুবি কম। তাও যা আমদানি হচ্ছে, তার দামও অনেক বেশি। ৯০ থেকে ৯৫ টাকা কেজি দাম চাচ্ছে ভারতীয় পেঁয়াজের দাম। আবার মোকামে দেশি পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। মোকাম থেকে ৯৬ টাকা কেজি পাইকারি ক্রয় করে তা ১০০ টাকা কেজি হিসেবে পাইকারি দিচ্ছি।