হিলি (দিনাজপুর) প্রতিবেদক: উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে দিনাজপুরের হাকিমপুরে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুল রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সফিউল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।
এই উপজেলায় ১ হাজার ৮০০ কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।