মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে পবিত্র কোরআন শরীফ রাস্তার উপর ছিড়ে ফেলে পা দিয়ে লাথি মারার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উত্তেজিত লোকজন অভিযুক্ত সিরাজুল ইসলাম কদুকে (৪৫) মারধর করে পুলিশে সোপর্দ করেছে। আজ রাত ৮টার দিকে হিলির চুড়িপট্টি এলাকায় এঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম কদু চুড়িপট্টি এলাকার মৃত আব্দুল হামিদ চটার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে সিরাজুল ইসলাম কদু বাড়ী থেকে পবিত্র কোরআন শরীফ বাড়ীর সামনের রাস্তায় এনে টুকরো টুকরো করে ছিড়ে ফেলে। এক পর্যায়ে ছিড়া কোরআন শরীফে উঠে লাথি মেরে উল্লাস করে। ধর্মীয় অনুভুতি সহ আল্লাহ- রাসুলের নাম নিয়ে বিভিন্ন কটুক্তি করলে পথচারী সহ স্থানীয় লোকজন তাকে ঘিরেধরে উত্তম – মধ্যম দেয়। এসময় সিরাজুল অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সুজন মিয়া জানান, সিরাজুল কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে সিরাজুল মাদকাসক্ত ও এডনরমাল।