মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক: দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে হিলিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন দিনাজপুর, লায়লা ইয়াসমিন সহকারী কমিশনার (ভুমি) উপজেলা হাকিমপুর, জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি হাকিমপুর প্রেসক্লাব, মাসুদ রানা উপজেলা সমাজসেবা অফিসার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।