মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ভারতের সাথে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে আগামী রবিবার পর্যন্ত ভারত থেকে এই বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবে না আমদানি রপ্তানিকারকরা। আবার সোমবার সকাল থেকে পণ্য আমদানি যথারীতি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।