মোঃ সিফাত রানা -র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব ) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যার নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৯ জুন ২০২৪ তারিখ সকাল-০৯.০০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন মঙ্গলপুর নামক এলাকা হতে ০৬ বছরের নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় একমাত্র আসামী ১। মোঃ নাইম হোসেন (২০), পিতা- মোঃ মানিক মোল্লা, সাং- পানিয়া, থানা- বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮/০৪/২০২৪ তারিখ দুপুর-০২.০০ ঘটিকায় ভিকটিমের (নাবালিকা) বাড়ীর পাশে মোল্লাপাড়া জামে মসজিদের পার্শ্বে খেলা করছিল। তখন একই গ্রামের মোঃ নাইম হোসেন (২০) তাকে চিপস্ খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে রাজশাহী জেলার বাগমারা থানাধীন পানিয়া গ্রামস্থ ধৃত আসামীর নিজ বসত বাড়ীর ভিতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের দাদা নামাজ পড়ে আসামীর বাড়ীর সামনে দিয়ে আসার পথে ভিকটিমের ডাক-চিৎকার শুনতে পায়। তখন আসামীর বাড়ীর সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামী ভিকটিমকে জড়িয়ে ধরে টানা-হেচড়া করছে। তখন আসামী ভিকটিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম এর দাদা বাদী হয়ে রাজশাহী জেলার বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অদ্য ২৯/০৬/২০২৪ তারিখ সিপিএসসি, র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন মঙ্গলপুর নামক এলাকা হতে উক্ত ধর্ষণচেষ্টার এজারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।