গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে শিশু কল্যাণে নিবেদিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম গোদাগাড়ী এপির ১৬ বছরের উন্নয়ন কার্যক্রমের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমেএলাকাবাসীর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায়
এরিয়া প্রোগ্রাম সমাপনী কমিটির সদস্য জনাব আব্দুল মতিনের সভাপতিতে¦ সমাপণী অনুষ্ঠানে প্রধান ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহিদ হাসান।বিশেষ অতিথির গোদাগাড়ী মডেল থানার(ওসি তদন্ত)মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর,সুরেশ বার্টলেট। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডেপুটি ডিরেক্টর, ফিল্ড প্রোগ্রাম অপারেশন জেনি মিলড্রেট ডি.ক্রুজ ।
এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর জনাব সুরেশ বার্টলেট।
অনুষ্ঠানে ডকুমেন্টারী ভিডিও প্রদর্শনী এবং সমাপনী প্রতিবেদন ও সফলতার গল্প বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি উপকারভোগীদের তালিকা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দু’জন সফল নিবন্ধিত শিশু পলি প্রামাণিক ও সুবর্ণা রাণী আর মনোজ্ঞ পুঁথি গান পরিবেশন করেন আকবর আলী।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলতে বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করেছেন ওয়ার্ল্ড ভিশনের রাজশাহী ক্লাস্টারের সিনিয়র ম্যানেজার স্বপ্নন মন্ডল, গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রেরনা চিসিম এবং প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু,শ্যামল এইচ কস্তা ও সন্তোষ মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তিন প্রায় শতাতিক নারী-পুরুষ, সংস্থার প্রাক্তন নিবন্ধিত শিশু, শিশু-যুব ফোরামের সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ইউপিজি দলের সদস্য, লার্ণিং রুটস সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও ও শিক্ষক প্রতিনিধি প্রমুখ। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থারই দুই প্রাক্তন নিবন্ধিত শিশু তথা যুব ফোরাম সদস্য: নিশাত জাান ও আতিক হাসান
উল্লেখ্য, সংস্থাটি ২০০৮ সালের অক্টোবর থেকে অত্র উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় উন্নয়ন কার্যক্রমের পথচলা শুরু করে।গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম – গোদাগাড়ী এপির ১৬ বছরের উন্নয়ন উদ্যোগে বিরামহীন অগ্রযাত্রার সমাপ্তি ঘটছে ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং এ।