নিউজ ডেস্কঃ- ফরিদপুরে ৫ কেজি ওজনের একেকটি তরমুজ ২০০ টাকায় বিক্রি করছেন স্থানীয় এক চিকিৎসক। মঙ্গলবার (২৬ মার্চ) ফরিদপুর প্রেসক্লাবের সামনে সকাল থেকে তরমুজ কিনতে আসা ক্রেতাদের ভিড় দেখা গেছে।
জানা গেছে, রোজাদারদের কথা চিন্তা করে নাহিদ উল হক নামে স্থানীয় এক চিকিৎসক অল্প মূল্যে তরমুজ বিক্রি করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে ইফতারের আগ পর্যন্ত প্রেসক্লাবের সামনে সস্তায় এসব তরমুজ বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, রমজান এলে ব্যবসায়ীরা যেখানে সিন্ডিকেট করে সব পণ্যের দাম বাড়িয়ে দেন। সেখানে ডা. নাহিদ উল হক নিজ উদ্যোগে সাধারণ মানুষের কাছে সস্তায় তরমুজ বিক্রি করছেন।
ডা. নাহিদ উলহকের পক্ষে তরমুজ বিক্রি করেন মো. মানিক শেখ, সাগর আহমেদ ও নাজমুল হোসেন নামে তিন স্থানীয় তরুণ। তারা বলেন, রমজানে তরমুজের খুব চাহিদা। প্রতিদিন ৭০০ থেকে ১ হাজার তরমুজ বিক্রি করছি। মানুষ স্বল্প মূল্যে কিনতে পেরে খুব খুশি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডা. নাহিদ উলহক বলেন, ফরিদপুরবাসী তথা সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই ‘থ্রি জেড ক্রিয়েটিভ মিডিয়া’র পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। রমজানে সাধারণ মানুষ যেন কম দামে তরমুজ কিনে খেতে পারে তাদের জন্যই এই উদ্যোগ। এই উদ্যোগ পুরো রমজানে অব্যাহত থাকবে।
জানা যায়, পাঁচ কেজি ওজনের বড় তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট থেকে বড় আকারের তরমুজ বিক্রি করছেন ১০০ টাকা থেকে ১৫০ টাকায়।