কীটনাশক আমদানির উপর প্রযোজ্য ২৫% শুল্ক প্রত্যাহার করে ৫% নির্ধারণ করা হয়েছে। একইসাথে আরও কয়েকটি পণ্যের শুল্ক কমানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির জানায়, আলু আমদানিতে বিদ্যমান ২৫% শুল্ক প্রত্যাহার করে ১৫% নির্ধারণ করা হয়েছে।
সেইসাথে ৩% রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে। পেঁয়াজের উপর প্রযোজ্য ৫% ডিউটি প্রত্যাহার করেছে এনবিআর।
এতে আরও বলা হয়, আলু-পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত। আর কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, তুলে দেয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট।