আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলি অংশ নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। তিনি হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্যানেলের সভাপতি। আজ (১৭ মার্চ) সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন নায়িকা। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কলিও এ বিষয়ে তার প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন।
মাহমুদ কলি বলেন, ‘আমি সিনেমা করতে আসিনি। শিল্পী ও অন্যান্যদের মাঝে সেতুবন্ধন করতে এসেছি।’।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই দফা করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর আবারও সমিতির নির্বাচনে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, মাহমুদ কলি ছিলেন আশি ও নব্বই দশকের নায়ক। তার পারিবারিক নাম মাহমুদুর রহমান উসমানী। তিনি চিত্রনির্মাতা আজিজুর রহমান বুলি’র ছোট ভাই। মূলত ভাইয়ের হাত ধরেই তিনি চলচ্চিত্রে আসেন। এরপর দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা।
মাহমুদ কলির প্রথম চলচ্চিত্র ‘মাস্তান’। তিনি এই চলচ্চিত্রে সহ-অভিনেতার ভূমিকায় ছিলেন। এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন। মাহমুদ কলি ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পরিবর্তন করে ২৭ এপ্রিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল থাকবেন একটি প্যানেলে। অপর প্যানেলেটি হচ্ছে কলি-নিপুনের।