অভিনব কৌশলে আজি বক্সের সুদে কারবার, সুদখোর উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন মোঃ জালাল উদ্দীন নামের এক ভুক্তভোগী।
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের আজি বক্সের বিরুদ্ধে অভিনব কৌশলে সুদে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জমির দলিল নিয়ে গ্রামের সহজ, সরল ও বিপদগ্রস্ত মানুষকে ১ লক্ষ টাকায় বাৎসরিক ১৮ থেকে ২০ হাজার টাকা চক্রবৃদ্ধি হারে বাড়বে এমন শর্তে টাকা দিয়ে আসছেন বলে জানা গেছে। অনেকে বুঝতে না পেরে তার পাতানো এ ফাঁদে পা দিয়ে পড়েছেন বিপাকে।
জানা গেছে, তার ফাঁদে পা দিয়ে নিজস্ব হয়ে গেছে আশেপাশের কয়েকটি গ্রামের বেশ কয়েকজন৷ অনেকে নির্ধারিত টাকার তিন থেকে চারগুন বেশি টাকা দিয়েও ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে ভয়ে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
অভিযোগ রয়েছে, টাকা দিতে দেরি হওয়ায় কয়েকজন ব্যক্তির বাড়ির উপর গিয়ে গরু, ছাগল, হাঁস মুরগী ধরে নিয়ে এসেছেন আজিবক্স ও তার সহযোগীরা। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বললে হামলা মামলা ভয়ভীতি প্রদর্শন করে তাকে চুপ হতে বাধ্য করা হয়।
এদিকে তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে সুদখোর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ জালাল উদ্দীন নামের এক ভুক্তভোগী। সোমবার (১৮ সেপ্টেম্বর ) হরিণাকুন্ডু থানায় এ অভিযোগ দেন ভুক্তভোগী। তিনি উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে এবং স্থানীয় রঘুনাথপুর ইউনিয়েনের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী আজি বক্রের নিকট হতে গত ০১ (এক) বছর আগে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সুদের উপর নেন , কাগজে কলমে ৫০ হাজার টাকা লিখলেও সেসময় জলিল উদ্দিনকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা দেয় এবং ওই সময় সুদ বাবদ ১০,০০০/-(দশ হাজার) টাকা কেটে রাখেন।
পরবর্তীতে জলিল উদ্দিনের কাছে বার বার লাভের টাকা চাহিতে থাকে। জলিল উদ্দিন লাভের টাকা পরিশোধে অপারগতা করাই বিবাদী জলিল উদ্দিনকে বিভিন্ন খারাপ ও অকথ্য ভাষায় গালি গালাজ করে, এবং বিভিন্ন ধরণের হুমকি হামকি দেয়। জলিল উদ্দিন পরবর্তীতে বিবাদীকে আরো ১০,০০০/- (দশ হাজার) টাকা সুদ বাবদ দেন।
জলিল উদ্দিন সাংবাদিকদের জানান, শ্রীফলতলা বাজারে নজরুল এর দোকানে বসে থাকা অবস্থায় বিবাদী আমার কাছে আবারও সুদের টাকা চাই এবং দোকানে মানুষের মাঝে মান অপমান করে ও হুমকি হামকি দেয়। চক্ষু লজ্জার ভয়ে পরবর্তীতে আমি আমার বিবাদীর নিকট থেকে নেওয়া ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকায় পরিশোধ করে দিয়েছি।
জলিল উদ্দিন লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, ভুক্তভোগীর জানামতে শ্রীফলতলা গ্রামের ১০/১৫ জনের কাছে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) থেকে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সুদ হিসাবে দেওয়া আছে বলে জানি এবং বিবাদী নিজেই জন সম্মুখে স্বীকার করেন।
লিখিত অভিযোগের সূত্রে উক্ত ঘটনার স্বাক্ষী: ১) সাইদুর ইসলাম (৪৫), পিতা: মৃত- বোরহান উদ্দীন, সাং: শ্রীফলতোলা, ডাক: তোলা, থানা: হরিণাকুণ্ডু, জেলা: ঝিনাইদহ ২) মোঃ সাহেব আলী (৪৩), পিতাঃ মোঃ মোশারেফ হোসেন, সাং। গাড়াবাড়িয়া, ডাক: তোলা, থানা: হরিণাকুণ্ডু, জেলা: ঝিনাইদহ।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, থানায় অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
অন্যদিকে আজি বক্সের পরিচালিত সুদে ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সংবাদিক ইনসান আলী, শিহাব রানা, আশরাফুল আলম ও শহিদুজ্জামান বাবুকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে আজি বক্সের বিরুদ্ধে। এছাড়াও তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ তুলে একটি সাংবাদিক সংগঠনে সংবাদ সম্মেলন করেছেন আজিবক্স। এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার মুল ধারার সাংবাদিকেরা।