বিনোদন ডেস্কঃ- অ্যানিমেল এর মতো সিনেমায় অভিনয় করতে চান হুমা । বক্স অফিসে সফল হলেও ‘অ্যানিমেল’ নিয়ে বিতর্ক কম হয়নি। মুক্তির পর থেকেই তুমুল সমালোচিত হয়েছেন পরিচালক। সিনেমাটি দেখার পর অনেকেরই মনে হয়েছে পুরো সিনেমাজুড়ে নারীবিদ্বেষী মনোভাবের ছাপ স্পষ্ট। উগ্র পৌরুষত্বের উদযাপন করা হয়েছে এই সিনেমায়।
শুধু দর্শক কিংবা সমালোচক নন, বলিউডের অনেকেই এই সিনেমা পছন্দ করেননি। জাভেদ আখতারের মতো বর্ষীয়ান গীতিকার থেকে শুরু করে ভূমি পেডনেকর বিরোধিতা জানিয়েছেন, এও জানিয়েছেন সিনেমাটি মনে ধরেনি। তবেবলিউডের আরেক অভিনেত্রী হুমা কুরেশি অবশ্য স্পষ্ট জানিয়ে দিলেন, ‘অ্যানিমেল’ নিয়ে সমালোচনার যে ঝড় উঠেছে, তা একেবারেই অপ্রাসঙ্গিক। তার কাছে সিনেমাটি একেবারেই নারীবিদ্বেষী বলে মনে হয়নি। বরং হুমার নাকি বেশ ভাল লেগেছে।
‘অ্যানিমেল’ এর প্রশংসায় পঞ্চমুখ হয়ে হুমা বলেন, ‘সিনেমাটি আমার ভালো লেগেছে। সিনেমার অ্যাকশন, গানও বেশ পছন্দ হয়েছে। আমার মনে হয় সব সিনেমারই ব্যাপ্তি এতটা বড় হয় হওয়া উচিত।’
এই ধরনের সিনেমাতে কাজ করার আগ্রহও দেখিয়েছেন অভিনেত্রী। হুমা বলেন, ‘আমি আসলে এই ধরনের সিনেমায় অভিনয় করতে চাই। হাতে বন্দুক নিয়ে, পাঁচশজনকে গুলি করে দেওয়ার এমন দৃশ্যে অভিনয় করাটা অভিনেতাদের কাছে কতটা উত্তেজনার, সেটা বাইরে বোঝা সম্ভব না।’
হুমার মতে, কোনও সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে মানেই একটা আলাদা ব্যাপার আছে। সাধারণ কোনও সিনেমা নিয়ে এত বিতর্ক, আলোচনা এবং সমালোচনা হতে পারে না। হুমা বলেছেন, ‘সমাজবদলের উদ্দেশ্যে অনেক সিনেমা তৈরি হয়েছে, কিন্ত তাতে কোনও বদল আসেনি। তাহলে ইতিবাচক ছবি যদি সমাজের উপর কোনও প্রভাব ফেলতে না পারে, তাহলে ‘অ্যানিমেল’ও সমাজের কোনও ক্ষতি করতে পারবে না।’