অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৫০ রান করেছেন মুমিনুল হজ। এছাড়া লিটন কুমার দাস ৪০ ও জাকের আলী করেন ৫৩ রান। উইকেটে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪৫০ রান থেকে এখনও ১৮১ রান দূরে মিরাজের দল।
ফিফটি করেই ফিরলেন মুমিনুল -
আজ ইনিংস বড় করতে পারেননি শাহাদাত হোসেন দীপু। এরপর লিটন কুমার দাস ও মুমিনুল হক মিলে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে ফিফটি পূর্ণ করার পরই ফিরে গেলেন মুমিনুল। সিলসের বলে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।
মুমিনুলের আউটে চতুর্থ উইকেট জুটি ভাঙল ৬২ রানে। লিটন দাস অপরাজিত আছেন ৩০ রান করে। ন্নতুন ব্যাটার এ টেস্টে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪৫০ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩১ রান।