আচমকা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন » Daily Bogra Times
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৮:০৭ পি.এম
আচমকা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন
বৈরী আবহাওয়া বা ঝড়ে বিদ্যুতের তার থেকে সাবধান হওয়া উচিৎ। অনেক সময় এসব কারনে প্রাণ হারান লাখো মানুষ। অনেক সময় রাস্তায় ঝুলে থাকা তার থেকেও এমন ঘটনা ঘটতে পারে। এমন ঘটনা যদি ঘটে, তাহলে কী করবেন, তা আগে থেকে জেনে রাখা দরকার।
প্রথমেই মনে রাখতে হবে- কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই অবস্থায় তার গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে যিনি হাত দেবেন বা আক্রান্তকে বিদ্যুৎ থেকে মুক্ত করতে যাবেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচ-টি বন্ধ করে দিতে হবে।
কাঠের বা প্লাস্টিকের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আক্রান্তকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। কোনও ধাতব লাঠি ব্যবহার করা যাবে না।
যদি লাঠি না থাকে, তাহলে একেবারে শুকনো কাপড় দিয়ে ধরে তাকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে।
এবার দেখতে হবে আক্রান্ত ব্যক্তির শ্বাস চলাচল স্বাভাবিক কিনা। যদি তা না হয়, যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কৃত্রিমভাবে তার শ্বাস চালু করার চেষ্টা করতে হবে। পরিসংখ্যান বলছে, তিন মিনিটের ভিতরে শ্বাস চালু করা গেলে বেশির ভাগ আক্রান্তই বেঁচে যান।