জাতীয় পার্টির সমাবেশ প্রতিরোধ করতে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গণপ্রতিরোধের ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। আগামীকাল (২ নভেম্বর) সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।
গত শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের আস্ফালনের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আমরা এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করছি।
আজ সকাল ১১টায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের যে অফিস রয়েছে সেখানে এ কর্মসূচি চলবে। আমাদের এ কর্মসূচিতে যারা ফ্যাসিবাদের সঙ্গে রাজনীতি করতে চান না, থাকতে চান না এমন দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এটাও ঘোষণা করছি এসব কার্যালয়কে জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংগ্রহাগার হিসেবে ঘোষণা করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে। আওয়ামী লীগ ও দোসরদের ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আজকে ফ্যাসিবাদের পুনরুদ্ধাদের যে পরিকল্পনা সেটা নস্যাৎ করতে ভূমিকা রাখছেন।
এদিকে গত (বৃহস্পতিবার) জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নি সংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে আজ (শুক্রবার) সকালে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জীবন দিয়ে হলেও আগামীকালকের সমাবেশ কেন্দ্রীয় কার্যালয়ে করার ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে।