পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ ২২ বছর পর আটঘরিয়া পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতি পদে আজাহার আলী খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন বাবু নির্বাচিত হয়েছেন।
শনিবার ১ ফেব্রুয়ারী দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে আজাহার আলী খান পেয়েছেন ২৪৬ টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পেয়েছেন ২৩৪ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস পেয়েছেন ২৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম পেয়েছেন ২০২, সাংগঠনিক পদে মোফাজ্জল হোসেন বাবু পেয়েছেন ২৪৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান টিটু পেয়েছেন ১১৫ ভোট।
দলীয় সূত্রে জানা গেছে, পৌর বিএনপির সভাপতি প্রার্থী হয়েছেন ৪ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪ জন। সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন ৩ জন সহ মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন।
সূত্র আরও জানান,আটঘরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও প্রতিটি ওয়ার্ডে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যই (ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন।
কাউন্সিলরা সরাসরি ভোটে পৌর বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত হবেন।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন পৌর বিএনপি’র আহবায়ক সভাপতি প্রার্থী আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী খান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন, আবুল কালাম আজাদ কালু।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন শামীম রেজা, আশরাফুল আলম, ফরহাদ হোসেন চঞ্চল, আব্দুল কুদ্দুস।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোফাজ্জল হোসেন বাবু, টিটু, আসাদ।
জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানান।