আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ঋণের দায়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে পরিনা বেগম (৩০) নামের
এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত পরিনা বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের ফরিদ শেখের স্ত্রী।
গত শনিবার দুপুরে ওই গ্রামের নিজ বাড়ী থেকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেকে পাঠানো
হয়েছে।
নিহত পরিনা বেগমের ভাগ্নী আশা বানু জানান, নিজ গ্রামে আমার খালা পরিনা বেগম ও খালু ফরিদ শেখ এক সন্তানকে নিয়ে
বসবাস করে আসছিলেন। আমার খালু পেশায় একজন রিকশা চালক। অতিকষ্টে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সাংসারিক জীবনে দেনাগ্রস্থের মধ্যে ছিলেন। এজন্য হতাশায় ভুগছিলেন তারা। মাঝেমধ্যে আমার খালুর সঙ্গে কথা-
কাটাকাটি হতো আমার খালার। একারনে অভিমান করে ছিলেন আমার খালা পরিনা বেগম। গত শুক্রবার রাতে নিজ
বাড়িতে সবার অজান্তে একটি ঘরে প্রবেশ করে সেলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরেরদিন সকালে
পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আত্মহত্যা
করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।