আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায়
আগামীকাল শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারে উপজেলার মোট ৫টি কেন্দ্রে
অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। কেন্দ্রগুলির মধ্য রয়েছে সান্তাহার সরকারি কলেজ,
আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজ, নশরৎপুর ডিগ্রী কলেজ, আদমদীঘি হাজী
তাছের আহম্মদ মহিলা কলেজ ও আদমদীঘি আদমিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা।
জানা গেছে এ বছরে সান্তাহার সরকারি কলেজে মোট মোট পরীক্ষার্থীর সংখ্যা
২৯৯ জন। এরমধ্যে ছাত্র ১৫৪ এবং ছাত্রী ১৪৫ জন। আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী
কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০১৯ জন। নশরৎপুর ডিগ্রী কলেজে মোট
পরীক্ষার্থী ১৭৯ জন। আদমদীঘি হাজী তাছের আহম্মদ মাহিলা কলেজ মোট
পরীক্ষার্থী ৩০২ জন (কারিগরি শাখা)।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পরীক্ষার সকল
প্রস্ততি সম্পন্ন হয়েছে।আশা করছি সুষ্ঠভাবে পরীক্ষা হবে।