আদমদীঘিতে এক গৃহবধু মারধরে আহত হয়েছে গৃহবধূ ফজিলা বেগম (৩২)।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে জমি সক্রান্ত পূর্ব বিরোধের জেরে
প্রতিপক্ষের লোকজনের দ্বারা শারিরীক ভাবে নির্যাতিত হয়ে আহত হয়েছে গৃহবধূ ফজিলা
বেগম (৩২)। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিমালকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে বলে
জানা গেছে।
নির্যাতিত গৃহবধূ ফজিলা বেগম জানান, বেশ কিছু দিন ধরে মোতাহার হোসেন মন্ডল ও
পলাশের সঙ্গে তাদের জমি সক্রান্ত বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার এই এরই জেরে তাদের সাথে
সেই গৃহবধুর কথাকাটি হয়। এক সমং মোতাহার মন্ডল ও পলাশ তাকে বেধড়ক মারমিট করে। তার
স্বামী ও ছেলে এই সময় এগিয়ে এলে তাদেরও মারিপিট করা হয়। এই সময় তার চিৎকারে স্বজনরা
এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যান। পরে আহত অবস্থায় ফজিলা বেগম কে স্থানীয়
হাসপাতালে ভর্তি করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা
তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।