আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি পল্লীতে রক্তাক্ত অবস্থায় কায়সার
প্রমানিক (৭১) নামে এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার
গ্রামে কায়সার প্রমানিক নামে এক ব্যাক্তি পুকুর পাহারা দেওয়ার নৈশ প্রহরী
হিসেবে চাকুরী করতেন।
সেদিনও তাকে ঐ কাজ করতে দেখা গেছে। বৃহস্পতিবার ভোরে গ্রামের মানুষ তার রক্তাক্ত মৃতদেহ পুকুরের পথে পড়ে থাকতে দেখেন এবং তারা
বিষয়টি থানায় জানান। মৃত ব্যাক্তি ঐ গ্রামের বাসিন্দা।
থানার ওসি রাজেশ কুমার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ
বগুড়া মর্গে পাঠানো হয়েছে।