আদমদিঘী ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপ জেলার পশ্চিম ঢাকা রোড সংলগ্ন ইত্তেহাদ প্লাস্টিক ফ্যা ক্টরির পাশে পশ্চিম সিংড়া, চক সাবাজ ও ইন্দইল গ্রাম সহ কয়েকটি গ্রামের আবাদি জমির মাঠের পানি নিষ্কা শনের ড্রেনটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
অবিলম্বে একটি পাকাড্রেন পুননির্মাণ ও সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে উপজেলা নির্বাহি
অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান,আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউ পির পশ্চিম সিংড়া, চকসাবাজ ছোটআখিড়া ও ইন্দইল গ্রামসহ কয়েকটি গ্রামের মাঠের পানি নিস্কাশনের জন্য পুর্ব ঢাকা রোডের ইত্তেহাদ প্লাস্টিক ফাক্টরি হতে খাড়ির ব্রিজ পর্য ন্ত একটি ড্রেন ছিল। ওই ড্রেন দিয়ে ওই মাঠের পানি সহজে নিস্কাশন হতো। ফলে বৃষ্টির পানি আবাদি জমির কোন প্রকা র ক্ষতি হতো না। সারাদেশে উপজেলা পর্যায়ে উন্নয়ন হলেও ওইসব এলাকার গ্রামের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য ড্রেন সংস্কার কিংবা পুননির্মাণ করা হয়নি। ফলে ক্রমেই জলাবদ্ধতা বেড়েই চলছিল। বর্তমানে উপজে লার পূর্ব ঢাকা রোড ইত্তেহাদ প্লাস্টিক ফ্যাক্টরি থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কের ধার ঘেঁষে যে ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো সেই ড্রেন একটি মহল দখল করে চাউল কল, দোকান পাট গড়ে তোলাসহ ও বাসা বাড়ির আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পশ্চিম সিংড়া, চকসা বা, ছোটআখিড়া ও ইন্দইল গ্রামসহ কয়েকটি গ্রামের মাঠের ধানক্ষেতে পানি জমে জমির ধানসহ মৌসুমী আবাদ পানির নিচে তলিয়ে যায়।
এলাকার কয়েক জন কৃষক জানিয়েছেন, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিস্কাশন হয়না। ফলে প্রায় ২০ বছর যাবত সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ও সর্বসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।