আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার একটি বিবদামান
পুকুরে পানি সেচ দিয়ে মাছ ধরার পর পুকুরে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া
গেছে । এতে ঐ পুকুরের ২৫ লাখ টাকার মাছ বিনষ্ট হয়েচে বলে অনুমান করা
হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে। এ
ব্যাপারে ঐ পুকুরের একটি অংশের দাবিদার আবু বকর সিদ্দিক বাদী হয়ে থানায়
মামলা দায়ের করেছে। মামলায় ঐ গ্রামের হাকিম মোল্লা, লোকমান মোল্লাসহ ১০
জনকে অভিযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার থানা পুলিশ ঐ পুকুর পরিদর্শন শেষে
বিবদামান দুই পক্ষকে থানায় যেকে পাঠিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চেচুয়া গ্রামে চেচুয়াদিঘী পুকুরটির
আয়তন ২ একর ৪০ শতক।
এর মধ্যে মাদরাসার নামে বিভিন্ন দাতাবৃন্দ ১ একর ৬ শতক
দান করেছেন। অবশিষ্ঠ ১ একর ৩৪ শতক একই গ্রামের ছোলায়মান আলীর নামে
রয়েছে বলে তিনি দাবী করেন। এই পুকুরে জমির মালিকানা নিয়ে মাদরাসা
কর্তৃপক্ষ ও ছোলায়মান আলীর মধ্যে মামলা আছে। গত ২৪ আগষ্ট দুপুরে মাদারাসা
কর্তৃপক্ষ ঐ পুকুর সব মাছ ধরে তা বাজারে বিক্রি করেন। এরপর ঐ রাতেই দুর্বিত্তরা
পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ বিনষ্ট করা হয় বলে জানা
গেছে।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এবং থানার উপ-পরিদর্শক মানিক চন্দ্র জানান,
যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং গ্রামে বিশৃ্ধংসঢ়;খলা এড়াতে
¦িববাদামান দুই পক্ষকে স্বপক্ষের দলিলাদি নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে।