আদমদীঘি (বগুড়া ) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির
উদ্যোগে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বেলা ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী পালিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, বিএনপির নেতা জুয়েল হোসেন, জুলফিকার আলী, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন শাহ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।