1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
আদমদীঘি রক্তদহ বিলে পানি নেই, বর্তমানে আমন আবাদের সমারোহ » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ ১২ ডিসেম্বর রাধা রানী গুপ্তা’র১২ তম মৃত্যুবার্ষিকী জিডি হলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ  জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় স্বীকৃতি স্বরূপ মানবাধিকার লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন ফুল  সান্তাহারে জন্ম নিবন্ধনকৃত শিশুদেরকে পুরষ্কার বিতরণ  সিংড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত আদমদীঘি রক্তদহ বিলে পানি নেই, বর্তমানে আমন আবাদের সমারোহ চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রলির নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত ভুরুঙ্গামারীতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪ আসছে বিভিন্ন দিবস যশোর ঝিকরগাছায় গদখালী ফুলের রাজধানীতে ব্যস্ত চাষিরা আজ যশোরের মানুষের গর্বের দিন টাউন হল মাঠে হয়েছিলো স্বাধীন দেশের প্রথম জনসভা ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানিতে বিকল্প বাজারের খোঁজে ভারতে ভাঙ্গা হলো ২০০ বছরের মসজিদ

আদমদীঘি রক্তদহ বিলে পানি নেই, বর্তমানে আমন আবাদের সমারোহ

রবিউল ইসলাম, রবিন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ-
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
আদমদীঘি রক্তদহ বিলে পানি নেই, বর্তমানে আমন আবাদের সমারোহ
print news

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির ঐতিহাসিক রক্তদহ বিলে
পানি নেই। বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে। ফলে এলাকায় মাছের তীব্র
আকাল দেখা দিয়েছে। বেকার হয়ে পড়েছে ২০/২৫ গ্রামের প্রায় ৫
সহ¯্রাধিক মৎসজীবি। অধিকাংশ জেলে পরিবারে এখন চরম দুর্দিন যাচ্ছে।
বিশেষ করে শহর পার্শ্ববর্তী অবস্থিত মাছের ভান্ডার নামে বহুল পরিচিত
ঐতিহাসিক রক্তদহ বিল ও পাশ্ববর্তি ১৩টি খাল দীর্ঘ দিনেও সংস্কার না করার
প্রতি বছর শুস্ক মৌসুমের শুরুতে শুকিয়ে যায়। খাল বিলের তলদেশ ভরাট হয়ে
যাওয়ায় পানি ধারন ক্ষমতা হারিয়ে গেছে।

প্রায় ৯‘শ একর এলাকা জুড়ে বিস্তৃত ঐতিহাসিক রক্তদহ বিলে এক সময়
প্রচুর মাছ পাওয়া যেত। এ বিল থেকে মাছের চাহিদা পূরুণ করে বগুড়া,
নাটোর, জয়পুরহাট ও নওগাঁ জেলার দক্ষিণ পূর্ব এলাকার মাছের চাহিদা
পূরুণ হত। এ বিলের বোয়াল, চিতল, আইর, গজার, পাবদাসহ বিভিন্ন
প্রজাতির মাছের সুখ্যাতি রয়েছে।

রত্তদহ বিলের পার্শ্ববর্তি গ্রাম সান্দিড়া. করজবাড়ি, কদমা, পালশা,
কাশিমালা, বিশিয়া, পারইল গ্রামের জেলেরা এ বিলে মাছ শিকার করে
স্বাচ্ছন্দ্যে সংসার চালাত। কালের বিবর্তনে হারিয়ে গেছে তাদের সেই সুখ
স্বাচ্ছন্দ্যে। এই বিলে এখন ইরি, বোরো ধানের আবাদ করা হয়। বছরের প্রায়
ছয় মাস বেকার জীবন যাপন করে প্রায় ৫ সহ¯্রাধিক মৎসজীবি। এসব
মৎসজীবিদের অধিকাংশই ভ‚মিহীন। এ পেশার উপরে তারা নির্ভরশীল, কিন্তু বিল
শুকিয়ে যওিয়ায় এদের অনেকেই পৈত্রিক পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে।
মাছ ব্যবসায়ী ইয়াছিন আলী জানান, রক্তদহ বিল সংস্কারের জন্য এলাকায়
চেয়ারম্যান ও সংসদ সদস্যদের কাছে বহুবার দাবি জানিয়েও কোন লাভ হয়নি।
দমদমা গ্রমের বাসিন্দা ও সাংবাদিক মোঃ খায়রুল ইসলাস জানান, রক্তদহ
বিলটি খনন করা হলে একদিকে মাছের চাহিদা পূরুন হবে অপরদিকে
ভৃর্গস্থ পানি উত্তোলন না করেই বিল এলাকার জমি গুলিতে ইরির আবাদ করা
সহজ হবে। তিনি বলেন, ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পযর্ন্ত এনজিও সংস্থা
ব্রাক এই বিলের মাছ চাষের দায়িত্ব নিয়েও কোন লাভ হয়নি। মাত্র ছয় মাসেই
বিলটি শুকিয়ে যাওয়ায় মাছ চাষ সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, ৯ শত একর এ বিলটি খনন করা হলে আত্রাই, সাহাগোলা,
রানীনগর থেকে নৌপথে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে এবং বিল এলাকায়
প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষিপন্য আনা নেওয়া সহজ হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews