সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।
২৮ রানে তানজিদ হাসান তামিমকে হারানোর পর দলের হাল ধরেন আরেক ওপেনার সৌম্য সরকার। সৌম্যকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৯৯ রানে সৌম্য সাজঘরে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রাখেন শান্ত।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলকে দেড়শ’ রানের ঘর পার করেন শান্ত। দলীয় ১৫২ রানে মিরাজ ফিরলেও আরও কিছু সময় হাল ধরে ছিলেন শান্ত। ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন শান্ত।
দলীয় ১৮৩ রানে শান্ত আউট হলে কিছুটা খেই হারায় বাংলাদেশ। তবে নাসুম আহমেদ ও জাকের আলির ঝোড়ো ব্যাটিংয়ে ২০০ রানের ঘর পেরোয় টাইগাররা। নাসুম-জাকের ৪১ বলে ৪৬ রানের পার্টনারশিপ গড়েন।
দলীয় ২৩০ রানে সাজঘরে ফেরেন নাসুম। তিনি ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাকের।