আবারও প্রথম ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মোঃ সুমন ইসলাম প্রামাণিক, ডোমার নীলফামারী প্রতিনিধি:গত অক্টোবর মাসের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উপর ভিত্তি করে ৭৮ দশমিক ৪৮ স্কোর নিয়ে নীলফামারী জেলায় আবারও প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার (১৩ই ডিসেম্বর) সকালে নীলফামারী জেলা সিভিল সার্জন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় জেলার ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার উপর ভিত্তি করে স্কোরিংয়ে ৭৮ দশমিক ৪৮ স্কোর নিয়ে প্রথম স্থান অধিকার করে ডোমার।
এজন্য নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর হাতে প্রথম স্থান অধিকারের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ স্বাস্থ্য বিভাগীয় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
স্কোরকার্ড অনুযায়ী, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৮ দশমিক ৪৮ স্কোর নিয়ে প্রথম, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৭ দশমিক ৯৩ স্কোর নিয়ে দ্বিতীয়, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬৯ দশমিক ৯৪ স্কোর নিয়ে তৃতীয় ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬৬ দশমিক ২৫ স্কোর নিয়ে চতুর্থ স্থান অধিকার করে।
এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম আগের থেকে মোটামুটি অনেক সন্তোষজনক। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি শতভাগ দেওয়ার। জেলায় প্রথম স্থান অধিকার করায় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইভ সহ সকল ডোমারবাসীকে অভিনন্দন জানাই।