আমার জীবনের ঝুঁকি আছেঃ কঙ্গনা
নিত্যদিনই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কখনও তিনি বিতর্ককে পিছু করেন, কখনও আবার বিতর্ক যেন তার পিছু নেয়। ইদানিং তিনি ‘রকি আওর রানি কি প্রেম কাহানি’ ছবির তারকা-নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেছেন।
তবে এবার বিপাকে পড়েছেন খোদ কঙ্গনাই। প্রশ্ন উঠেছে অভিনেত্রীর ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে। প্রশ্ন করেছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তবে ইটের বদলে পাটকেল ছুড়তে ভালই পারেন কঙ্গনা। তাই তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই জবাব এল অভিনেত্রীর পক্ষ থেকে।গেরুয়া শিবিরের সঙ্গে এমনিতে ভাল সম্পর্ক কঙ্গনার। কিন্তু সম্প্রতি বেশ কয়েকবার তার সঙ্গে গেরুয়া শিবিরের নেতৃত্বের মনোমালিন্য দেখা গেছে। এবার অভিনেত্রীকে রীতিমতো প্রশ্নের মুখে দাঁড় করালেন সুব্রহ্মণ্যম স্বামী।
তিনি অভিনেত্রীর নাম না করেই টুইট করে লেখেন, “স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) তো বলিউডের তারকাদের নিরাপত্তা দেওয়া। তারা কোথায় যাচ্ছেন, কী করছেন, তার উপর নজর রাখাটা কাজ নয়। তবুও তার ক্ষেত্রে বিশেষ ভাবে উচ্চমানের নিরাপত্তার সুবিধা দেওয়া হচ্ছে।”
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তোলপাড় হয়ে যায় গোটা বলিউড। মহারাষ্ট্র সরকার প্রায় নড়েচড়ে বসে এই ঘটনায়। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কঙ্গনা। এরপরই অভিনেত্রীর অফিস, বাংলো বেআইনি বলে গুঁড়িয়ে দেয় বিএমসি! সে সময় পাক অধ্যুষিত কাশ্মীরের সঙ্গে মুম্বাইয়ের তুলনা টানতে ছাড়েননি বলিউডের ‘কুইন’। পরে অবশ্য সেই গেরুয়া শিবিরের হয়েই গলা ফাটাতে শোনা যায় অভিনেত্রীকে। তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয় তাকে। তবে এখন প্রাক্তন বিজেপি সংসদের প্রশ্নের পাল্টা জাবাব দিয়েছেন তিনি।
কঙ্গনা নিজের সাফাই গেয়ে টুইটে লেখেন, “স্যার আমি শুধুই একজন বলিউড তারকা নই। আমি এ দেশের সচেতন নাগরিক। আমাকে নিশানায় রাখে মহারাষ্ট্র সরকার। আমি টুকড়ে গ্যাং সম্পর্কেও প্রতিবাদ করেছি এবং খালিস্তানি গোষ্ঠীগুলোর তীব্র নিন্দা করেছি। আমি একজন পরিচালক, লেখক এবং প্রযোজক এবং আমার পরবর্তী ছবি অপারেশন ব্লুস্টারকে নিয়ে… আমার প্রাণের ভয় আছে, তাই আমি নিরাপত্তা চেয়েছি, এতে ভুল কি আছে স্যার!”