1. dailybogratimes@gmail.com : admin :
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ - Daily Bogra Times
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহাসড়কে ফ্লাইওভারসহ ১১ দফা দাবিতে শেরপুরে বিশাল মানববন্ধন বগুড়ার শেরপুরে পরকীয়া প্রেমের বলি হয়ে হত্যার শিকার যুবক, রহস্য উদ্‌ঘাটন কোনো ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবেনা না, যদি না বিচার বিভাগে সংস্কার ঘটে- হিলিতে প্রধান বিচারপতি রাজশাহীতে সরকারী খাল দখলে সন্ত্রাসীদের হামলা  রাণীশংকৈলে গাভিন গরু জবাইয়ের দায়ে ৫ হাজার জরিমানা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল সীমান্তে  ৯ বাংলাদেশি আটক                                                           গাজায় বর্বর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল বগুড়ায় পর্যটন স্পট’র সল্পতা, ‘মিনি জাফলংয়ের দুষিত পানিতেই মজা নিচ্ছেন ভ্রমন পিপাসুরা গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা  ধানকে তাপপ্রবাহ থেকে বাঁচাতে সতর্কতা, তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি

আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ সিফাত রানা -
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫ Time View
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ
print news

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ঈদুল ফিতর উপলক্ষে এতিম, অসহায়, গরীব, দুঃস্থ প্রতিবন্ধী, বিধবা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে  তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় দেড়  শতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মুহাঃ কাসেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন ডীন, (হাবিপ্রবি) দিনাজপুর ও মূখ্য উপদেষ্টা, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  ডাঃ মোহাঃ রেজাউল করিম; প্রধান উপদেষ্টা, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন ও কনসালটেন্ট (শিশু), ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল শাকুর; উপদেষ্টামণ্ডলীর সদস্য, মাওঃ মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি মোঃ সেলিম রেজা (প্রভাষক ইংরেজি)। আরাফাত হোসেন প্রতিষ্ঠাতা ও পরিচালক, স্বেচ্ছাসেবী বৃন্দ, সাধারণ সদস্যরা সহ অন্যান্য প্রমুখ।

প্রসঙ্গত, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। অত্র সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য, শিক্ষা, রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, প্রাকৃতিক উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক সংস্থা হিসেবে গড়ে উঠে ২০২০ সালের ডিসেম্বর মাসে। যাহারা অদ্যাবধি মানবসেবা, সমাজসেবা ও রাষ্ট্রীয় বিভিন্ন স্তরের কাজে সম্পৃক্ত থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমুখী নানাবিধ কাজ করে যাচ্ছেন।

এ সংগঠনের কার্যক্রমগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলে রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক ও প্রকৃতির উন্নয়ন সংশ্লিষ্ট কাজগুলো। ‘মানবসেবা ও সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে মোদের সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে তাঁদের বছরব্যাপী বিস্তৃত বিভিন্ন ধরনের মহতী উদ্দ্যোগ ও কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন তারা।

বর্তমানে সংগঠনটির একটি পাবলিক লাইব্রেরি রয়েছে। এছাড়া এতিমখানায় ইফতার, সাহরী ও কম্বল বিতরণসহ দুই ঈদে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার মানুষকে সহযোগিতা দেয় এ সংগঠনটি। অন্যান্য ধর্মাবলম্বীদের ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়াতেও তাদের নানাবিধ কার্যক্রম রয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিভাগীয় সেরা ভলিন্টিয়ারি পুরস্কার-২০২৪ অর্জন করেছে। প্রতিষ্ঠাতা আরাফাত হোসেন জানান, স্কুল যাতায়াত টাকার ৪৭০ টাকায় আমরা কাজ শুরু করেছিলাম। অত্যন্ত নগণ্য ও ক্ষুদ্র পরিসরে। অনেকেই ভেবেছেন, এ দিয়ে আর কি সেবা হবে। কখনো কখনো আমাদেরও এমনটা মনে হলেও মনোবল হারাইনি। সবার মনোবল ও ভালো কাজের প্রতি সদিচ্ছায় আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি। আমরা আমাদের লক্ষে ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হচ্ছি। এর ফলে শিবগঞ্জে এখন আমাদের কর্মপরিধি ব্যাপক সাড়া ফেলেছে। এতিমখানা ও পাবলিক পাঠাগার (লাইব্রেরি) বিভিন্ন কার্যক্রম পরিচালনাসহ নানা সেবামূলক কাজ চলছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews