ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার রাজনৈতিক দল ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ দেখিয়েছে। বর্তমানে দেশের রাজনীতিতে দলটির আপাতত কোনো স্থান নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।
ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবে না, যাতে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্ভাব্য কূটনৈতিক উত্তেজনা এড়ানো যায়। তবে আপাতত নিশ্চিতভাবেই তাঁর (শেখ হাসিনা) বা আওয়ামী লীগের জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই। তারা জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, রাষ্ট্রযন্ত্র ও প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের থাকার অধিকার নেই।
ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ ভেঙে পড়তে পারে। তবে অন্তর্বর্তী সরকার এই দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। কারণ ‘অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার নয়। ভবিষ্যতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতেই। আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর রাজনৈতিক দলগুলোকেই নির্ধারণ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগে অভিযুক্ত…রায় ঘোষিত হলে আমরা দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমি মনে করি, রায় হওয়ার আগে আমাদের এ বিষয়ে কিছু করার নেই।