1. dailybogratimes@gmail.com : admin :
আ.লীগ নেতাদের নিয়ে ইউএনও'র আইন-শৃঙ্খলা কমিটির সভা - Daily Bogra Times
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

আ.লীগ নেতাদের নিয়ে ইউএনও’র আইন-শৃঙ্খলা কমিটির সভা

সিফাত রানা-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ Time View
আ.লীগ নেতাদের নিয়ে ইউএনও'র আইন-শৃঙ্খলা কমিটির সভা
print news

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলায় আওয়ামীলীগ নেতাদের সাথে নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১ টায় ইউএনও’র কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকেই কয়েকটি ছবি সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেতিবাচক মন্তব্য করেন সাধারন মানুষ।  

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিএনপি-জামায়াতের কোনো নেতাকে দেখা যায়নি। তবে সভায় অংশগ্রহন করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভোলাহাট উপজেলার সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. পিয়ার জাহান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হুসনে আরা পাখিসহ আরও কয়েকজন আওয়ামী লীগের পদধারি নেতা।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন, বিজিবি চাঁনশিকারী সুবেদার ইদ্রিস আলী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার আবু হানিফ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মো.ইয়াজদানী জর্জ বলেন,ইউএনওকে বার বার বলার পরেও আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করার জন্যই প্রশাসন তাদের নিয়ে সভা করছে। অথচ বিগত ১৬ বছর বহু জনপ্রতিনিধি চেয়ারে থেকেও তাদের হেনেস্থা করেছে এই প্রশাসন। তিনি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বৈষম্যবিরোধী চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহবায়ক আব্দুর রাহিম বলেন,বর্তমান সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরতে অপারেশন ডেভিল হান্ট চলছে। এরই মধ্যে তাদের নিয়ে আবার আইনশৃঙ্খলা কমিটির সভা করছেন ইউএনও। এতে পরিস্কার,আওয়ামী লীগের দোসররা আবারও দেশকে অস্থিতিশীলতা করার সুযোগ করে দেয়া হচ্ছে।  

এদিকে বক্তব্য জানতেউপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার মুঠোফোনে একাধীকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেয়া হলেও উত্তর দেননি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews