1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র ইসলামাবাদ » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রিজন ভ্যান আটকে দেওয়ার ২ ঘণ্টা পর কারাগারে চিন্ময় কৃষ্ণ ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র ইসলামাবাদ চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইসকন এ আর রহমানকে বাবার চেয়ে বড় উল্লেখ করে যা বললেন মোহিনী গোদাগাড়ীতে বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও’কে স্মারকলিপি বিক্ষোভে উত্তাল পাকিস্তান : নিহত ৬, সেনা মোতায়েন শাপলা চত্বর গণহত্যা: ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে অভিযোগ হেফাজতের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যা বলল ভারত উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ ৬২ প্রস্তাবনা বিএনপি’র আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত, বাড়ছে দাম নওগাঁয় সন্ত্রাসীর হামলায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু দার্জিলিং কমলা এখন নাটোরের সিংড়ায়, দামেও কম পাবনায় জমিজমা বিরোধ জেরে অস্ত্রসহ আটক ৩ পাঁচবিবিতে মালিদহ গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন  বাজারে নতুন চাল এলেও কমেনি দাম, চিকন ৬২ ও মোটা ৫৫ টাকা

ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ইমরান খানের মুক্তির দাবিতে রণক্ষেত্র ইসলামাবাদ
print news

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছেন তার হাজার হাজার কর্মী সমর্থক। এরমধ্যে অনেকে বিক্ষোভের মূলকেন্দ্র ডি-চকে পৌঁছে গেছেন

সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়েন। ওই সময় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

ইমরানের সমর্থকরা যেন রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে ঢুকে পড়তে না পারেন সেজন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেনাবাহিনীকে সড়কে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করতে দেখা যায়নি। তারা মূলত অবকাঠামো রক্ষার কাজ করবে।

আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, সেখানে কাঁদানে গ্যাস ছাড়াও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সকে ‘স্বয়ংক্রিয় রাইফেল’ থেকে গুলি করতে দেখা গেছে। তিনি বলেছেন, ডি-চকে এত পরিমাণ কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যে সেখানে ‘পাতলা গ্যাসের মেঘের’ সৃষ্টি হয়েছে।

সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত জানিয়ে এই সাংবাদিক বলেছেন, “যখন তাদের (বিক্ষোভকারী) লক্ষ্য করে কাঁদানে গ্যাস অথবা গুলি ছোড়া হচ্ছে তখন তারা পড়ে যাচ্ছে। ঠিক তখনই আবার ফিরে আসছে। বলা যায় ইসলামাবাদে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।”

তিনি আরও বলেছেন, “আমরা বিক্ষোভকারীদের আহতদের নিয়ে যেতে দেখেছি। তারা বলেছে, তাদের অনেকেই আহত। কিন্তু তা সত্ত্বেও দাবি থেকে তারা একটুও নড়বে না। ধারণা করা হচ্ছে ডি-চকে আরও মানুষ আসবে। এখন দেখার বিষয় সরকার এটি কীভাবে নিয়ন্ত্রণ করে।”

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews