ঈদকে ঘিরে মুক্তি প্রতীক্ষিত সিনেমার একের পর এক পোস্টার, টিজার, ট্রেলার আর গান রিলিজ পাচ্ছে! এখন পর্যন্ত ঈদে বড়পর্দায় মুক্তির প্রতীক্ষায় আছে অন্তত দশটি সিনেমা! সিনেবিশ্লেষকরা যদিও মনে করছেন, ঈদে বড়জোর ৫ থেকে ৬টি সিনেমা শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে টিকে থাকবে!
তবে সংখ্যা যাই হোক, এবার ঈদকে ঘিরে সিনেমা মুক্তির যে উন্মাদনা; সেটাকে ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকে। বড়পর্দার চাপে ওটিটির উন্মাদনা কি এবার তবে কিছুটা চাপা পড়লো? এমন প্রশ্নও রাখছেন কেউ কেউ।
এখন পর্যন্ত অবশ্য ঈদে ওটিটিতে কী কী কন্টেন্ট আসতে চলেছে, তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে চরকি এবং হইচই ইতোমধ্যে তাদের ঈদের কনেন্ট ঘোষণা করেছে। যা নিয়ে দুদিন ধরে বড়পর্দার সিনেমার পাশাপাশি হচ্ছে ওটিটির সেই দুই কন্টেন্ট নিয়েও আলোচনা!এরমধ্যে ক’দিন আগেই চরকি ঘোষণা করে, আসন্ন ঈদুল ফিতরে চরকিতে আসতে চলেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মনোগামী’। সিনেমায় প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফার ।
পোস্টারের পর কয়েক সেকেন্ডের টিজারও প্রকাশ করেছেন নির্মাতা। সেই সঙ্গে বুধবার রাতে চরকি থেকে প্রকাশিত হয়েছে ‘মনোগামী’-তে ব্যবহৃত আহমেদ সানীর গাওয়া একটি গানও। চব্বিশ ঘণ্টার আগেই গানটি মিলিয়নের মাইলফলকও স্পর্শ করেছে!
মনোগামীর জন্য ইতিমধ্যে প্রশংসা পাচ্ছেন চঞ্চল চৌধুরী। তার চরিত্রটি দর্শক যে পছন্দ করবেন, তার আঁচ পাওয়া গেছে টিজারে! অন্যদিকে হইচইয়ে আসতে চলেছে চঞ্চল অভিনীত ওয়েব সিরিজ ‘রুমি’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
সম্প্রতি হইচই ‘রুমি’র পোস্টার প্রকাশ করেছে। যেখানে চঞ্চলের লুক নিয়ে হচ্ছে আলোচনা। রোদ চশমায় চঞ্চলের লুক যথেষ্ট আগ্রহোদ্দীপক! সিরিজে তাকে সিআইডি কর্মকর্তা রুমি চরিত্রে দেখা যাবে। চঞ্চল ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সজল নূর, রিকিতা নন্দিনী শিমু।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে; বড়পর্দায় না থাকলেও আসন্ন ঈদে একচেটিয়া ওটিটির দর্শক মাত করবেন চঞ্চল, তা আর বলার অপেক্ষা রাখে না!