হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়া : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনারস চাষে সফলতা মিলবে এমন আশা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় দুই/এক জন শখ করে বিশ-পঁচিশটি করে উন্নত জাতের আনারস আবাদ করেছেন বলে জানা গেছে।
বড়হর ইউনিয়নের পাগলা দক্ষিণপাড়ার হাজী খোদা বক্স শখ করে বাড়িতে বছর দুয়েক আগে মধুপুর
থেকে উন্নত জাতের আনারসের চারা এনে আবাদ করেন। সময়মতো গাছে আনারস ফল আসা ও বড়
হওয়ার পর গাছেই পাকার পর তোলা হয়। তিনি বলেন, এলাকায় আনারস আবাদ করে সফল হওয়া যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার বিভিন্ন এলাকার উৎসাহী কজন
অল্প জায়গায় শখ করে এর আবাদ করেছেন। ফল ভালো হয়েছে। তিনি জেনেছেন, ফলের আকার ও স্বাদে
কমতি নেই। এর আবাদে লাভ করা যাবে। তবে উপজেলার উঁচু জমিতে এর আবাদ করতে হবে। চারা ভালো
জাতের ও সঠিক পরিচর্যায় সফলতা মিলবে বলেও জানান তিনি।