হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়া সংবাদদাতা :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগের রিলে ফসল প্রযুক্তির মাধ্যমে রোপা-আমন ধানের মাঝে সরিষার বীজ বোনা
হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের পরামর্শে কৃষক বিভিন্ন মাঠে এ বীজ ছিটিয়ে বুনছে। উল্লাপাড়া উপজেলা কৃষি সস্প্রসারণ
অধিদপ্তর থেকে আধুনিক প্রযুক্তির স¤প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পে ( ১ম সংশোধিত )
এবারে তিনটি ইউনিয়নের তিনটি মাঠে রিলে ফসল ( আমন ধান - সরিষা ) প্রদর্শনী প্লট করা হয়েছে। উপজেলার সলঙ্গা
ইউনিয়নের সাতটিকরী , হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী ও পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া মাঠে এর প্রদর্শনী প্লট করা
হয়েছে। উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের পুঠিয়া মাঠের ৫০ একর জমি নিয়ে করা প্রদর্শনী প্লটের রোপা আমন ধান
এরই মধ্যে পেকে উঠছে । কয়েক দিনের মধ্যেই ধান কাটা শুরু হবে । ধান কাটার পর সরিষার গাছে ধান খেত ভরে উঠবে ।
পূর্ণিমাগাতী ইউনিয়নের কৃষক আঃ করিম বলেন তিনি পুঠিয়া মাঠে নিজের এক বিঘা জমিতে বারী -১৮ জাতের সরিষা বীজ
ভেজা রোপা-আমন ধানের খেতে ছিটিয়ে বুনেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন, রিলে ফসল প্রযুক্তিতে মাঠের ভেজা জমিতে রোপা-আমন
ধানের মাঝে সরিষা বীজ ছিটিয়ে বোনা হচ্ছে। এতে সরিষা আবাদে কৃষকদেরকে জমি তৈরীতে হালচাষ করতে হচ্ছে না ।
বিনা চাষে এ আবাদ করা হচ্ছে । রিলে ফসল প্রযুক্তিতে রোপা-আমন ধান কাটার এক/দেড় সপ্তাহ আগে ধানের মাঝে সরিষার
বীজ বোনা হয় । ধান কাটার আগেই সরিষার বীজ থেকে চারা গজাচ্ছে । ধান কাটার পর দরকার মতো রাসায়নিক সার জমিতে
ছিটিয়ে দেয়া হয় । এতে স্বল্প সময়ের মধ্যে আগাম সরিষা কৃষকের ঘরে উঠবে ।