উল্লাপাড়া সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার বিকেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের বিশেষ অভিযানে পৌর এলাকার রেলওয়ে ষ্ট্রেশন এলাকায় অভিযান চালিয়ে হাসেম ওয়েল মিল কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল শেখ। অভিযানের সময় মিলের লাইসেন্স না থাকা, ময়লা অপরিস্কার পরিবেশে তেল উৎপাদন করার অভিযোগে এ জরিমানা করা হয়। এ সময় উল্লাপাড়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আলী আহম্মদ রতন, জেলা পুলিশ সদস্য ও উল্লাপাড়া মডেল থানার চৌকস পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।