উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্র দলের ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত কমিটি ঘোষণা করেন।
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্র দলের কমিটিতে মোঃ রিফাত হোসেন কে সভাপতি ও মোঃ রেকাত প্রামানিক কে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া মোহাম্মদ সাজ্জাদ হোসেন হাকিমকে সিনিয়র সহ সভাপতি, মোঃ সবুজ ইসলাম, মো. অনিক ইসলাম, মো. মোখলেসুর রহমান কে সহ— সভাপতি, মোঃ মামুনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা হওয়ার পর কলেজ শাখা ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ রিফাত হোসেনের নেতৃত্বে একটি র্যালি কলেজ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে
এসে শেষ হয়৷