উল্লাপাড়া সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরে সৌর বিদ্যুতে চলেছে ইরি-বোরো ধানের আবাদ। ইরি-বোরো ধানের জমিতে সেচ কাজে ব্যবহার হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত অগভীর নলকূপ। নিজ আগ্রহে উৎসাহী এক কৃষক পুরোপুরি সোলারে চালিত অগভীর নলকূপ আবাদী মাঠে বসিয়েছেন।
উপজেলার মোহনপুর ইউনিয়নের কৈবত্তগাতী আবাদী মাঠে এলাকার মধ্যে এই প্রথম সৌর বিদ্যুতে দুটি অগভীর নলকূপ চলছে। এর একটি বসিয়েছেন কৈবত্তগাতী গ্রামের কৃষক আবু সাঈদ সরকার। তার স্ক্রীমে প্রায় চল্লিশ বিঘা জমি আছে চাষাবাদ হচ্ছে। গত কয়েকদিন হলো তিনি তার স্ক্রীমের আওতায় আবাদী জমিতে সৌর বিদ্যুতে চলা অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিচ্ছেন।
নিজ উদ্যোগে তিনি তার জমিতে অগভীর নলকূপ বসিয়েছেন। এটি সৌর বিদ্যুতে চলছে। একটি পাচ হর্স এর মটর পাইপের নীচে আছে। আর মোট ১৬ টি সোলার প্যানেল সিমেন্টের খুটির উপর লোহার ফ্রেমে লাগানো আছে। সব মিলিয়ে প্রায় চার লাখ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সকাল থেকে বিকাল পযন্ত তার সৌর বিদ্যুৎ চালানো যায়। তিনি আরো বলেন বিদ্যুতে , ডিজেলে চালিত অগভীর নলকূপ চালানো হলে বিদ্যুত বিল বাবদ , ডিজেল কেনায় টাকা লাগে। তার কথায় মোটা অংকের টাকা একবার খরচ করে এটি বসিয়েছেন। এখন সেচ মেশিন চললেও আর টাকা খরচ হচ্ছে না। একই মাঠে কৃষক সোহরাব মোল্লা সৌর বিদ্যুতে চলা তিন হর্স এর মটরের একটি অগভীর নলকূপ বসিয়েছেন।এ নিয়ে ওই আবাদী মাঠে দুটি সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ মেশিন চলছে।