উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দহখুলা থেকে কালিয়াকৈর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সাবমারজেবল রাস্তা পুনঃ মেরামত কাজ প্রায় ২ মাস ধরে বন্ধ থাকায় যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী । এ মেরামত কাজে ব্যবহারিত মালামাল রড, সিমেন্ট ও বালু পরীক্ষা না করেই ঢালাই এর কাজ শুরু করায় উপজেলা ইঞ্জিনিয়ার মেরামত কাজ বন্ধ করে দেয়। উপজেলার এলজিইডি অফিস থেকে জানা যায় উপজেলার মহোনপুর ইউনিয়নের মহোনপুর-কালিয়কৈর সাবমারজেবল রাস্তার দহখুলা হতে কালিয়াকৈর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তার পুনঃ মেরামত কাজের দরপত্রের মাধ্যমে কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কিংডম বিল্ডার্স । গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে কালিয়াকৈর থেকে
রাস্তাটি পুনঃ মেরামত কাজ শুরু হয়। এ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি ছিয়াশি লাখ টাকা। কালিয়াকৈর বাজারের মধ্যে প্রায় দুইশো ফুট রাস্তা মেরামত করার পরও ল্যাব থেকে রড, সিমেন্ট ও বালু পরীক্ষা করে পরীক্ষার রিপোর্ট উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে জমা না দেয়ায় গত ২২ ডিসেম্বর সে সময়ের উপজেলা প্রকৌশলী আবু সায়েদ (সদ্য বদলী হয়েছেন) মালামাল পরীক্ষা করে রিপোর্ট জমা না দেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন । এর পর থেকে রাস্তাটির পুনঃ মেরামত কাজ বন্ধ রয়েছে । রাস্তার মাঝে খানাখন্দে ভরপুর ও পাথর- বালু থাকায় যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে এলাকা বাসী।
অপর দিকে এলাকার লোকজনের কাছ থেকে জানা যায় মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট দিয়ে রাস্তার পুনঃ মেরামত কাজ করার মৌখিক ভাবে অভিযোগ করেছেন উপজেলা প্রকৌশলীর কাছে। এর জন্য উপজেলা প্রকৌশলী মেরামত কাজ বন্ধ করে দিয়েছেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ রকিবুল ইসলাম হিরণ, কালিয়কৈর গ্রামের মোঃ আব্দুল আজিজ এ প্রতিনিধিকে জানান প্রায় ২ মাস ধরে রাস্তার মেরামতের কাজ বন্ধ থাকায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন পড়েছে চরম ভোগান্তিতে । তারা আশা করছেন অতি দ্রুত রাস্তাটির মেরামত কাজ শেষ করার আহবান করেন । যত তাড়াতাড়ি কাজ শেষ করা হবে ততো তাড়াতাড়ি ভোগান্তি দুর হবে । এলাকার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হবে।
মেসার্স কিংডম বিল্ডার্স এর সাব-ঠিকাদার মোঃ মোজাম্মেল হোসেন বলেন এই সপ্তাহের মধ্যে রাস্তাটির মেরামতের
কাজ শুরু করবেন । এলাকার লোকজনের অভিযোগ মিথা বলে তিনি জানান সাময়িক অর্থ সংকটের কারণে কাজ বন্ধ রাখা হয়েছিলো ।
উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ বলেন তিনি গত কয়েকদিন আগে এখানে যোগদান করেছেন। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককে দ্রুত কাজ শুরু করার বিষয়ে জানিয়েছেন। তিনি আশা করছেন দ্রুত কাজ শুরু ও শেষ করা হবে ।