1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
উল্লাপাড়ার চরিঙ্গাপাড়া সড়কটির বেহাল দশাদূর্ভোগ নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস! বগুড়ার নন্দীগ্রামে মেশিনের ফিতায় জড়িয়ে যুবকের মিত্যু পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক নাটোরের বড়াইগ্রামে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত- ১০ পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২  গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু যশোরের শার্শায় পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু বগুড়ায় মুক্তিপণ দিতে না পারায়, শিশুর লাশ মিলল পুকুরে বগুড়ায় স্ত্রীর ওপর অভিমানে না ফেরার দেশে স্বামী পাঁচবিবিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত  ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২ নাটোরের সিংড়ায় গণশৌচাগার উদ্বোধন  নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা

উল্লাপাড়ার চরিঙ্গাপাড়া সড়কটির বেহাল দশাদূর্ভোগ নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ

হাফিজুর রহমান হাফিজ, -
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
উল্লাপাড়ার চরিঙ্গাপাড়া সড়কটির বেহাল দশাদূর্ভোগ নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ
print news

আলিয়ারপুর-প্রতাপ চরিঙ্গাপাড়া সড়কটির বেহাল দশা ।
দূর্ভোগ নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ জনপ্রতিনিধিদের আশ্বাসেই কেটে গেছে ৫০ বছর

উল্লাপাড়া সংবাদদাতা :
উল্লাপাড়ার আলিয়ারপুর-প্রতাপ চরিঙ্গাপাড়া সড়কটির এখন বেহাল দশা। এলাকার লোকজন শুকনো মৌসুমে সড়কের উপর দিয়ে চলাচল করতে পারলেও বর্ষার দিনে এর পুরো অংশ কাদায় পরিপূর্ণ হয়ে থাকে। একবার বৃষ্টি হলে তার রেশ চলে এক সপ্তাহ। কাদা শুকাতে না শুকাতেই হয় আবার বৃষ্টি। ফলে মানুষের ভোগান্তির শেষ থাকে না। আর এ অবস্থা চলে আসছে অর্ধ শতাব্দী ধরে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার
বাঙ্গালা ইউনিয়নে এই রা
স্তাটির অবস্থান। প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তাটি এখন এই জনপদের মানুষের দুর্ভোগের বড় কারণ।

এলাকাবাসী রাস্তাটি পাকাকরনের দাবি জানালেও জনপ্রতিনিধিদের আশ্বাসেই কেটে গেছে ৫০ বছর।
স্থানীয় বাসিন্দাদের পক্ষে আলিয়ারপুর গ্রামের শফিকুল ইসলাম, নেজাব উদ্দিন, মিলন আকন্দ ও বাবুল সরকার অভিযোগ করেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই কাঁচা রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন প্রতিনিধিই তাদের আবেদন আমলে নেয়নি। ফলে এই রাস্তার চেহারার কোন পরিবর্তন হয়নি। অথচ এই কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন পাশর্র্বতী বানিয়াকৈড়, প্রতাপ, ঘোনাকুচিয়ামাড়া, গাইলজানি, পিয়ারাপুর, ভাটরা, আলিয়ারপুরসহ অন্তত ১০ গ্রামের
মানুষ উল্লাপাড়া উপজেলা সদর, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, সিরাজগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। একই সঙ্গে এসব গ্রামের ৪ শতাধিক ছাত্র-ছাত্রী প্রতাপ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, প্রতাপ টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ, প্রতাপ দাখিল মাদ্রাসা এবং আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। শিক্ষার্থীরা বিশেষ করে বর্ষা মৌসুমে এই পথে হাঁটতে গিয়ে অনেকদিন কাদার মধ্যে পড়ে পোশাক ও বই খাতা নষ্ট করে ফেলে। অনেক শিক্ষার্থীকে যেতে হয় বাড়ি ফিরে। অথচ
এই রাস্তাটি সংস্কার বা পাকা করণের কোন উদ্যোগই আজ পর্যন্ত নেওয়া হয়নি। শেষ হয়নি এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা।

এ ব্যাপারে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এদের অধিকাংশই আওয়ামী লীগ দলীয় হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, এই পরিষদে তিনি নতুন এসেছেন। সাধারণত সংশ্লিষ্ট এলাকার মেম্বারগণ ইউনিয়ন পরিষদের সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপন করে থাকেন। পরবর্তীতে সরকার থেকে বাজেট বরাদ্দ পেলে উপজেলা পরিষদের অনুমোদনের পর প্রকল্পের কাজ করা হয়। কিন্তু এতো দীর্ঘ দিনেও কেন এই রাস্তাটির উন্নয়নে কোন প্রকল্প দেওয়া হয়নি তা তার বোধগম্য নয়। বিষয়টি তিনি দেখবেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিসের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা প্রকৌশলী মো. আবু সায়েদ জানান, গ্রাম অঞ্চলে অনেক কাচা রাস্তা রয়েছে। যেগুলো পর্যায়ক্রমে পাকা করা হচ্ছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews