আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে সর্বোচ্চ ও একটনা ভারী
বর্ষণে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া
শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। উপজেলার সান্তাহার পৌর শহরে রাথাকান্ত
হাটে পানি জমে যাওয়াতে বিক্রেতা ক্রেতাদের চারম ভোগান্তি দেখা দিয়েছে।
বাজারগুলিতে শষ্য আমাদানি কমে যাওয়ায় কাঁচা মরিচসহ অনান্য সবজির মূল্য
বেড়ে গেছে। একটনা বৃষ্ঠিতে উপজেলার সব পুকুর বিল প্রায় ভরে গেছে। ধানের
মাঠে যথেষ্ট পরিমান পানি জমে যাওয়াতে কৃষকগন আউশ ধান নাগানো কাজে
ব্যস্ত সময় পার করছে।প্রায় প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপজেলার বিভিন্ন শহর-গ্রামে। আবার
সন্ধা হলেই মুষলধারে একটানা বৃষ্টি শুরু হচ্ছে, রাত ৯/১০ টার দিকে বৃষ্ঠির বেগ
কমছে। ফলে আটকা পড়ে যাচ্ছে বাড়ি ফেরা মানুষেরা। চা দোকানদার থেকে শুরু করে
ক্ষুদ্র দোকানদার বেচাকেনা কমে গেছে। হাট-বাজারগুলিতে দীর্ঘদিন উন্নয়ন
কার্যক্রম না হওয়ায় একটানা আষাড়ের বর্ষায় বিভিন্ন স্থান ডুবে যাচ্ছে।
রেকসাসহ অনান্য যানবাহন চালানো চালকদের আয় কমে গেছে বলে জানা গেছে।
তবে একটানা বৃষ্ঠিতে প্রচন্ড তাপদাহ দুর হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছে একটনা বৃষ্টিতে।