বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনও ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। তিনি ছাত্র-জনতাকে সজাগ ও ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও অত্র কলেজের সভাপতি কে এম মাহবুবার রহমান হারেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ এড. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, জাহিদুর রহমান টুলু, মামুনুর রশিদ আপেল, নজরুল ইসলাম জাকি, শাহাবুল করিম, শাহ মোহাম্মদ কলিন্স, শুয়াইব আহমেদ চপল প্রমুখ। স্মরণসভার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।