এলিট শ্রেণির লোকেরা কি বলছেন, আমাকে ভোট দেবেন না ?
ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা) নির্বাচনে সুষ্ঠু ভোট হলে জিতবেন বলে আশা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। ওই আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে এই আশা প্রকাশ করেছেন তিনি। আশা করেছেন, ওই আসনের এলিট শ্রেণির লোকেরাও তাকে ভোট দেবেন।
গতকাল বেলা ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ভোটের দিন গিয়ে দেখবেন। এলিটের কথা বলছেন, কোটিপতির কথা বলছেন, তারা ভোটের দিন ভোটের মাঠে আসেন কিনা? আর কয়টা লোক ভোটের মাঠে আসে, দেখবেন তো। আর ওখানেই শুধু এলিট শ্রেণির লোক আছে? এর বাইরে নাই? শিক্ষিত লোক খালি ওই এলাকায় আছে? কড়াইল বস্তি, ভাষানটেকে কি শিক্ষিত লোক থাকে না? তাহলে আপনারা বারবার কেন শুধু ওই আসনের কথা বলছেন।
হিরো আলম বলেন, এলিট শ্রেণির লোকেরা কখনো আমাকে বলছে তোমাকে ভোট দেবো না, কোন টাইমে বলছে? যারা বলছে, তারা দ্যাখেন ওই আসনের ভোটারাই না। বিএনপি কিংবা অন্য কোনো দল তার পেছনে আছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আগেও বলেছি, এখনো বলছি, আমি একাই লড়াই, সংগ্রাম করছি। এখন পর্যন্ত আমার পেছনে কেউ নাই। ভবিষ্যতে যদি কোনো দলে যোগ দিই, তাহলে বলবেন যে আমার পেছনে কেউ আছে।
যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে নাই। ঢাকার এই আসনে নির্বাচন করা প্রসঙ্গে হিরো আলম বলেন, বগুড়ার দুই আসনের উপনির্বাচনে আমাকে নয়-ছয় করে হারানো হয়েছে। সেখানে হারানোর প্রতিবাদের মশাল হিসেবে এখানে ভোট করছি। আমাকে বারবার কেন হারানো হচ্ছে? জেতা ভোটে কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না? তারই পরিপ্রেক্ষিতে এখানে ভোট করছি।
দেখি, ওরা ওখানে হারিয়েছে, এখানেও হারায় কি না, দেখবো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি এখানেও জয়লাভ করবো//।