এ সপ্তাহের হলিউড শীর্ষ পাঁচ।
১. ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি
২. সাউন্ড অফ ফ্রিডম
৩. এলিমেন্টাল
৪. স্পাইডার-ম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার-ভাসর্
৫. ট্রান্সফর্মার্স : রাইজ অফ দ্য বিস্টস
ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি,
জেমস ম্যানগোল্ড পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম। ‘হেভি’ (১৯৯৫), ‘কপ ল্যান্ড’ (১৯৯৭), ‘গার্ল, ইন্টারাপ্টেড’ (১৯৯৯), ‘ওয়াক দ্য লাইন’ (২০০৫), ‘থ্রি : টেন টু ইউমা’ (২০০৭), ‘নাইট অ্যান্ড ডে’ (২০১০), ‘দ্য উলভেরিন’ (২০১৩), ‘লোগান’ (২০১৭), ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ (২০১৯) ম্যানগোল্ড পরিচালিত ফিল্ম। যতটা জানা যায় এটি ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের পঞ্চম এবং শেষ ফিল্ম এবং হ্যারিসন ফোর্ডেরও তাই।
১৯৬৯ সাল। সোভিয়েত রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাঝে মহাশূন্য অভিযানের প্রতিযোগিতা চলছে। যে করে হোক রাশিয়ার আগে চাঁদে যেতে হবে এমনই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের। তা নিয়ে ইন্ডিয়ানা জোন্সের (হ্যারিসন ফোর্ড) কোনও সমস্যা নেই। তবে সমস্যা হল যুক্তরাষ্ট্র সাবেক নাৎসিদের সঙ্গে হাত মিলিয়েছে রাশিয়া থেকে এগিয়ে থাকার জন্য এতেই ইন্ডির আপত্তি। ইন্ডি তার ধর্মকন্যা হেলেনার (ফিবি ওয়ালার-ব্রিজ) সঙ্গে এক প্রাচীন অলৌকিক নিদর্শনের খোঁজে বেরিয়েছে। ইউর্গেন ফলার (ম্যাডস মিকেলসন) নামে এক সাবেক নাৎসি নাসার চন্দ্র অভিযানে দায়িত্বপ্রাপ্ত। ইউর্গেন জানে ইন্ডি যে প্রাচীন নিদর্শনটি খুঁজছে তা পেলে চন্দ্র অভিযানের ত্রুটিগুলো সারানো যাবে/।