1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
কনসার্টে হামলা করছে কারা প্রশ্ন 'নেমেসিসের' » Daily Bogra Times
Logo সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা, সঙ্গী এখন সাপ বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’ : রাষ্ট্রপতির সরগম সংগীত একাডেমী’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ পাঁচবিবিতে বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে সাবেক সভাপতির সংবাদ সম্মেলন রাণীনগরে একমঞ্চে দ্বারিয়ে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী  কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ফুলবাড়ীতে পরিবেশের উপর সংলাপ ও লিফলেট বিতরণ পাঁচবিবিতে ২৫ ঘন্টা পর নদীতে নিখোঁজ স্বাধীনের লাশ উদ্ধার  শেরপুরে চুরি যাওয়া অটোরিকসাসহ তিন চোর গ্রেপ্তার প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারে দেশ আর গরিব থাকবে না তাইজুলের ৫ উইকেটের পরও প্রথম দিন দ. আফ্রিকার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথায় থাকবেন, নির্ধারণ করবে ছাত্রসমাজ : সারজিস পাঁচবিবিতে বাদীপক্ষ স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করলো আসামীরা

কনসার্টে হামলা করছে কারা প্রশ্ন ‘নেমেসিসের’

বিনোদন ডেস্কঃ-
  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
কনসার্টে হামলা করছে কারা প্রশ্ন 'নেমেসিসের'
print news

দেশের স্বনামধন্য ব্যান্ড ‘নেমেসিস’ প্রতিষ্ঠার ২৫ টি বসন্ত পার করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরই কনসার্ট আয়োজন করে থাকে ব্যান্ডটি। চিরাচরিত রীতি মোতাবেক গতকাল ঢাকার হাতির ঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘গণ জোয়ার’ শিরোনামে কনসার্টে গাওয়ার কথা ছিল ব্যান্ডটির যার আয়োজক ছিলেন ম্যাভিক্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। তবে অনুষ্ঠানের পূর্বে স্থান পরিবর্তনের কথা বলে আয়োজক টিম

হঠাৎ কেন স্থান পরিবর্তন হলো এ বিষয়ে জানা যায়, হাতিরঝিলে নয় বরং অ্যাম্ফিথিয়েটারের কনসার্টটি অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। কনসার্টটিতে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, কাকতাল, কনক্লুশনসহ আরও অনেকগুলো ব্যান্ড দলের। হতাশার বিষয় হলো অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলার কারনে পণ্ড হয়ে যায় কনসার্টটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছেন ব্যান্ডটির সদস্য জোহাদ রোজা চৌধুরী।

শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস। দেশ-বিদেশের বহু মঞ্চে সুনাম রয়েছে ব্যান্ডটির। দুঃখজনক বিষয় হলো গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ বিব্রত তারা। যে ধরনের আচরন প্রত্যক্ষ করেছে ব্যান্ডটি তা পেশাদার সংগীতে কখনও ঘটেনি বলে জানায় তারা।

কনসার্টটির আয়োজকরা বলেন, ‘শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরশাসকের পতন, আকস্মিক বন্যাসহ নানা ঘটনায় কঠিন সময় পার করছে দেশবাসী। সংগত কারণেই সংগীতের বড় কোনো আয়োজন এত দিন সম্ভব হয়নি। মাঝে যে কয়েকটি কনসার্ট হয়েছে, তা বানভাসি মানুষদের ত্রাণ সংগ্রহ ও পুনর্বাসনের জন্য। আশার কথা হলো, এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক। মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। সব মিলিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সংগীত পিপাসুদের জন্য তারা এই কনসার্টের আয়োজন করেছে।’
সংগীত প্রেমীদের কাছে ‘গণজোয়ার’ একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকার কথা কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

এ বিষয়ে জোহাদ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আজকের কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেইট স্টেজে, হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না।’ আগেও বেশকিছু কনসার্টে এমন ঘটনা ঘটেছে এ নিয়ে তিনি লিখেছেন, ‘বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি খুবই পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?’

দর্শক এবং আয়োজকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শো দেখতে পারেনি।’

এছাড়াও তিনি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আর এই ২০২৪ সালে এসে এসব অভিজ্ঞতা হচ্ছে? সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে যে যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই। সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে।’

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
DMCA.com Protection Status
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews