বিশ^জুড়ে কবিতার বাজার চলছে রমরমা-
আমি আজ একটি কবিতা লিখতে বসেছি
কবিতাটি আকারে হবে খুবই ছোট্ট, কিন্তু অর্থে বিশাল
চারদিকে হইহল্লা চিৎকার চেঁচামেচি
অপেক্ষমাণ লাখো জনতার ঢল
কি হবে জানি-আমার কবিতার বিষয়বস্তু!
কবিতার সারর্মম শুনতে দেশ বিদেশের নামীদামি
সংবাদমাধ্যম টিভি চ্যানেলগুলো অধির আগ্রহে বসে আছে
আমিও লিখে চলেছি আমার অমর পংক্তি দিয়ে কবিতার শব্দমালা-
‘পৃথিবীটা আখিরাতের শস্যক্ষেত, এখানে ভাল আমল করলে
কবরে থাকতে পারবে ভালো।’