বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে সেখানেই থিতু হয়েছেন তিনি। বর্তমানে কলকাতার ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন মিথিলা। দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা। এর আগে কলকাতায় মিথিলা অভিনীত দুই সিনেমা ‘মায়া’ ও ‘অভাগী’ মুক্তি পেয়েছে। এবার মিথিলা অভিনীত তৃতীয় সিনেমা মুক্তি পেয়েছে কলকাতায়। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে।
সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। থ্রিলার গল্পনির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন দুলাল দে। এতে আরও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, আলোক স্যান্যাল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখ।
মফস্বলে একটি হাসপাতালের নার্স ‘দেবযানী’ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। সিনেমার জন্য দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী এমনটি জানিয়েছেন মিথিলা।
এ সম্পর্কে গণমাধ্যমকে মিথিলা বলেন, ‘কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য ভালো সাড়া পেয়েছি। অভিনয় করে ভালো প্রশংসাও পেয়েছি। মায়া বেশ ভালো চলেছে। অভাগী পুরস্কার জিতেছে। নীতিশাস্ত্র বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’
মিথিলা অভিনীত ‘নীতিশাস্ত্র’, ও ‘মেঘলা’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘নীতিশাস্ত্র’ ইতোমধ্যেই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মিথিলা কলকাতায় এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। তবে সৃজিত মুখার্জির কোনো সিনেমায় অভিনয় করেননি এই অভিনেত্রী।
মিথিলা অভিনীত ‘কাজলরেখা’ সিনেমাটি সর্বশেষ বাংলাদেশে মুক্তি পেয়েছে। এ ছাড়া গত ঈদে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বাজি’। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন তাহসান খান।
বাংলাদেশে মিথিলা অভিনীত আরও দুটি সিনেমা ‘জলে জ্বলে তারা’, ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ মুক্তির অপেক্ষায় রয়েছে। মিথিলা জানান, তিনি নিজেও এই দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন।