লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা নদী দ্বারা বিভক্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জজিরা বাজার জামে মসজিদ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ মাস্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মুদ্দাচ্ছির রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক,
রেজাউল করিম মাস্টার, হাফেজ আলতাফ হোসেন, আলী আশরাফ দুদু, মাসুদুর রহমান, আব্দুর রহমান মেম্বার, মাওলানা আনোয়ার হোসেন, বাবলু মাস্টার, সাইদুর রহমান মেম্বার, দুলাল হোসেন, আব্দুল মোন্নাফ মেম্বার।
মাওলানা মাসুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বক্তারা কাজিপুরের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নসহ আশেপাশের এলাকার জনগণের ভোগান্তি তুলে ধরে দ্রুত একটি পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।