কাজিপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নত করণে উপজেলা প্রশাসনের নানা কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ শিশুদের খেলাধুলার জন্য উপযুক্ত ও উন্মুক্ত রাখার জন্য "ফিরিয়ে দাও পরিপূর্ণ দখলমুক্ত ও উপযুক্ত খেলার মাঠ " কর্মসূচির আওতায় আলোচনা সভা ও সাইনবোর্ড স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
১১ মে ২০২২ জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২১’- বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে জাতি গঠনে খেলাধুলা ও শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি এলাকাতে খেলার মাঠ রাখার নির্দেশনা দিয়েছিলেন । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, কাজিপুর, সিরাজগঞ্জ ও উপজেলা ক্রীড়া সংস্থা, কাজিপুর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগ " ফিরিয়ে দাও পরিপূর্ণ দখলমুক্ত ও উপযুক্ত খেলার মাঠ" কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষায় একটি অগ্রগণ্য উপজেলা। এই উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে কমবেশি ২৫০০০ শিশু কচিকাচা শিক্ষা গ্রহণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বিভাগ কাজ করে যাচ্ছে। এই উপজেলায় মোট ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উপযুক্তকরন ও শিশুদের খেলার জন্য সংরক্ষিত রাখার জন্য নিম্নরূপ কাজিপুর উপজেলা প্রশাসন নির্দেশনা প্রদান হয়েছে।
এরমধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। অবৈধ দখল উচ্ছেদ/মাটি ভরাট/ সংস্কার প্রয়োজন হলে দ্রুত জানাতে হবে। যেসকল বিদ্যালয়ের খেলার মাঠ নাই সেটা দ্রুত জানাতে হবে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাইনবোর্ড টানাতে হবে।